আলামিন হোসেনঃ
রাজবাড়ী পাংশার সরিসা ইউপির বড়বনগ্রামে বৃহস্পতিবার আগুন লাগার স্থান পরিদর্শন ও বিভিন্ন সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও মোহাম্মদ আলী।
৩ মার্চ (বুধবার) মধ্যরাতে বড় বনগ্রাম শাহ্পাড়া মৃত হোসেন শাহ্’র ছেলে দিন মজুর আতিয়ার শাহ্ এর বাড়িতে আগুন লেগে গরু ছাগল সহ ৪ টি ঘর পুরে ছাই হয়ে যায়। সব কিছু পুড়ে যাওয়াতে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। সংবাদ পেয়ে ৪ মার্চ (বৃহস্পতিবার) সন্ধার পর স্ব-উদ্দোগে ঘটনাস্থলে ছুটে যান মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ্দর খোঁজখবর নেয়া সহ চাল, ডাল, চিরা, মুড়ি, তেল, মোমবাতি, দেয়াশলাই ও কম্বল সহ বিভিন্ন সহায়তা প্রদান করেন।
এছাড়াও যথাযত আবেদন পক্রিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসন হতে ঢেউটিন ও নগদ অর্থ সহ সম্ভাব্য অন্যান্য সহায়তারও আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হেকমত আলী, উপসহকারি প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। সরিসা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউপি সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান প্রমূখ।