শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

দৌলতদিয়া মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

জহুরুল ইসলাম হালিম / ৩৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো- ফরিদপুর সদর উপজেলা ভাজন ডাঙ্গা গুচ্ছ গ্রামের মুন্জু বেপারীর ছেলে মো. রাকিব বেপারী (২১), রাজবাড়ী সদর উপজেলার বিলচাত্রার মো. বাচ্ছু মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২২), খানখানাপুরের মো. শাহাদতের ছেলে মো. সাগর (২২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মো. কাদের সরদার (৪৫), কিয়ামদ্দিন মন্ডল পাড়ার শুকুর মোল্লার ছেলে সুজ্জাল মোল্লা (২০)।

থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে গাছের গুড়ি ফেলে ঢাকা- খুলনা মহাসড়কের উপর ০৩ মার্চ দিবাগত শেষরাতে ডাকাতি প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩ টি ছুড়ি, ১ টি লাইলনের রশি, ১টি মাঝারি আকারের গাছের গুড়ি ও ১টি মাঝারি আকারের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

থানা পুলিশের এজাহারে আরো জানানো হয়, এই ডাকাত দলের সদস্য ছিলো ১১-১২ জন। ৫ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের করে ডাকাত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg