সুজন বিষ্ণু : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়াল এই প্রতিযোগিতায় শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অর্জন করেছেন তুলি রানী সাহা। তুলী রানী সাহা রাজবাড়ী জেলা শহরের লক্ষ্ণীকোল গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে।
সোমবার (১ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তুলি রানী সাহার হাতে পুরস্কার স্বরুপ ৫০ হাজার টাকার একটি চেক, একটি ক্রেষ্ট, ও সনদপত্র তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মিলন কান্তি দত্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, শ্রী নির্মল চ্যাটার্জী সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিপ্লব কুমার দে দপ্তর সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত সকলের সফলতা কামনা করেন।
শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অর্জন করায় মঙ্গলবার (২ মার্চ) তুলি রানী সাহা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কার্যালয়ে এসে জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ সভাপতি মিহির চক্রবর্তী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস, সদর কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস এর উপস্থিতিতে পুরস্কার পাওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানান।