রাজবাড়ীর পাংশায় বৃদ্ধ কর্তৃক আমবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে তোফাজ্জল মৃধা (৭৫) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে পাংশা মডেল থনায় একটি মামলা ধর্ষণ দায়ের করেন। পরে ইউনিয়নের পিপুলবাড়ীয়া নামক স্থান থেকে আসামিকে গ্রফতার করতে সক্ষম হয় পাংশা থানা পুলিশ।
ধর্ষক তোফাজ্জল মৃধা ইউনিয়নের বড়চৌবাড়ীয়া গ্রামের জয়নাল মন্ডলের জামাতা।
তোফাজ্জল মৃধা জয়নার মন্ডলের কণ্যাকে বিবাহ করার পর থেকেই ঘর জামাই থাকতেন বলে জানান এলাকাবাসী।
স্কুল ছাত্রীর চাচি আসমা বেগম জানান, খেলার জন্য বাড়ীর পাশে পাতা কুরাচ্ছিল এমন সময় তোফাজ্জল মৃধা তার মুখ চেপে ধরে ঘরের মধ্য নিয়ে এ ঘটনাটি ঘটায়। স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাকে চেয়ারের সাথে রশি দিয়ে বেধে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে আসার আগেই (ধর্ষকের শ্যালক) সাবেক ইউপি সদস্য কুরবান এবং একই এলাকার হিলাল মন্ডল, নাসির মন্ডল, হারেজ মন্ডলসহ কয়েকজন মিলে হুমকি ধামকি দিয়ে তাকে উদ্ধার করে পালাতে সাহায্য করে। এবং তারা নিজেরাও পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষক সহ যারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের সাবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী।
আলামিন হোসেন
পাংশা প্রতিনিধি