আজ সোমবার(২৮ জুলাই)বরাট ইউনিয়নের গোপালবাড়ীতে আশরাফ খাঁ’র বাড়িতে অত্র ইউনিয়নের ‘প্রতিবন্ধীদের নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও বয়স্ক লোকজন তাদের সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম,মোঃ বিপ্লব গাজী,আশরাফ খাঁ প্রমুখ।
প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন দাবীর বিষয়ে একাত্মতা প্রকাশ করে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সঞ্চয় সমিতি গঠনের উদ্যোগ নেন।
মতবিনিময় শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে “মানবিক রাজবাড়ী”র পক্ষ থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।