দৌলতদিয়া এক বাগাইড়ের দাম সাড়ে ৩১হাজার টাকা

জহুরুল ইসলাম হালিম / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে ৩০ কেজি ২’শ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে আনোয়ার খানের মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী লাল চাঁদ খান মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১হাজার পঞ্চাশ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৭’শ টাকায় ক্রয় করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় জনতা ভীড় করেন।

মৎস্য ব্যবসায়ী লাল চাঁদ জানান, এই বাগাইড় মাছটি আমি ১হাজার পঞ্চাশ টাকা কেজি দরে কিনে নিয়ে বেশি লাভের আশায় কিছু বড় ব্যাবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি। অনেক দিন হল বড় মাছ পাইনা, আজকে এ মাছটি পেয়ে ভালই লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতলা, রুই, পাঙ্গাস সহ নানা ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg