শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

সুজন বিষ্ণু// রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাস এবং জেলা প্রশাসন, রাজবাড়ীর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নে আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন ও পায়ড়া উড়িয়ে প্রধান অতিথি হিসাবে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুর রহমান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যা,জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিয়াল এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ, কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

রাজবাড়ী সদর উপজেলায় অনুষ্ঠিত এ ডিজিটাল ম্যারাথনে রেজিস্ট্রেশন করেন প্রায় ২২০০ এরও অধিক ব্যক্তি। ৫ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে রাজবাড়ী জেলার সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রাজবাড়ীবাসীর নিঃস্বার্থ আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।

৫ কি:মি: ম্যারাথনের রুট নির্ধারণ করা হয় আহলাদিপুর হাই স্কুল মাঠ থেকে রাজবাড়ী রেল ওয়ে মাঠ পর্যন্ত। ম্যারাথন প্র‌তি‌যো‌গিতা সফল কর‌তে প্র‌তি‌যো‌গিতা শুরু থে‌কে সমা‌প্তির স্থান পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, ফায়ার সা‌র্ভিসকর্মী, স্কাউটস সহ অ‌নে‌কে দ্বা‌য়িত্ব পালন ক‌রেন। প্র‌তি‌যো‌গিতার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থা‌কে এবং রাস্তার দুই পা‌শে উৎসুক জনগণ ম্যারাথন প্র‌তি‌যো‌গিতা উপ‌ভোগ ক‌রেন।

প্রতিযোগিতা শে‌ষে শহ‌রের শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে প্রথম ১০ জন‌ বিজয়ী‌র হা‌তে পুরস্কার তু‌লে দেন অ‌তি‌থিরা। প্র‌তি‌যো‌গিতায় মোঃ আ‌মিন মন্ডল (১ম), মোঃ তা‌সিন খান (২য়), মোঃ জেসান সরদার (৩য়), রে‌দোয়ান শাহ‌রিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢা‌লি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মোঃ রা‌ব্বি মন্ডল (৯ম) ও ইমন (১০ম) স্থান অ‌ধিকার ক‌রে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg