জহুরুল ইসলাম হালিম :
টানা ৩ দিন দরে ঢাকামূখি ও আটরশি ওরশ যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে আজও নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার সড়কে যাত্রীবাহি বাস ও পন্যবাহি গাড়ি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আবদুল্লাহ রনি জানান, গত রবিবার দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ আছে। দৌলতিদয়া প্রান্তের সড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি সিরিয়ালে আছে। তবে এ সিরিয়াল খুব বেশি সময় আর থাকবেনা বলে তিনি জানান। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এখন ছোট গাড়ির তেমন চাপ নেই। এরুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।