আলামিন হোসেন
রাজবাড়ী কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোমরপুর গ্রাম থেকে নাজমা ওরফে মঞ্জু (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
তথ্যসূত্রে জানা যায় নিহত নাজমার স্বামীর নাম বিল্লাল পরামানিক পিতা একই ইউনিয়নের কুশর ডাঙ্গী গ্রামের মানিক মন্ডল এর মেয়ে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান ইউনিয়নের কাছমোর বিল জয়নালের দিঘির পাশে রাস্তার উপর গলাকাটা অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তবে ঘটনার সূত্রপাত এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।