ফের দৌলতদিয়ায় পাড়ের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : টানা ৩ দিনের সরকারী ছুটি শেষে ঢাকামূখি ও আটরশি ওরশ যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এতে নদী পারের অপেক্ষা দৌলতদিয়া প্রান্তের দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং যানযট এড়াতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমটিার দুরে গোয়ালন্দ মোড় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক জুরে পন্যবাহি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
সোমবার বেলা ১২ টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
জানাগেছে, তিন দিন সরকারী ছুটি ও আটরশির ওরশ শেষে গতকাল দুপুর থেকে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায় দৌলতদিয়ায়। ফলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পন্যবাহি ট্রাকের দীর্ঘ সারি তৈরি হতে থাকে। এ সময় গরম ও শীতে এবং বাথরুম নিয়ে শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। এছাড়া দীর্ঘ সময় সিরিয়ালে আটকে বিরক্ত হয়ে অনেক যাত্রী বাস থেকে নেমে পাঁয়ে হেটে বা রিক্সায় লঞ্চ ও ফেরি ঘাটে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, গতকাল দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ আছে। দৌলতিদয়া প্রান্তের সড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং গোয়ালন্দ মোড়ের সড়কে পন্যবাহি ট্রাক সিরিয়ালে আছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এখন ছোট গাড়ির তেমন চাপ নেই। এরুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg