জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ,
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রোববার (২১ ফেব্রুয়ারি)। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে রাজপথে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে। তাই দিনটিকে স্মরণ করতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন গোয়ালন্দের সর্বস্তরের মানুষ।
শহীদদের স্বরণে গোয়ালন্দ শহীদ মুক্তিযুদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে নির্মিত শহীদ মিনারে জনপ্রতিনিধি, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দফতর শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে।
এদিকে ভাষা শহীদদের স্বরণে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন তাদের স্ব স্ব কার্যালয়ে থেকে র্যালি নিয়ে গোয়ালন্দ শহীদ মুক্তিযুদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।