নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক তরুণকে আটক করেছে বাালিয়াকান্দি থানা পুলিশ।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ঐ দিন রাতেই এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানা পুলিশ।
আটককৃত তরুন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের ইসহাক মোল্লার ছেলে রহমত মোল্লা (২৪)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়জুর খান ও এসআই ওয়াহিদুজ্জামানের (পিপিএম) নেতৃত্বে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি মসজিদের সামনে রাস্তার উপর থেকে ইয়াবা বড়ি বিক্রির সময় ১৫পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে তার বিরুদ্ধে শুক্রবার রাতে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আজ শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।