রাজবাড়ীতে দুই ঔষুধ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

জহুরুল ইসলাম হালিম / ৩১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীতে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাবেয়া হাসপাতাল (প্রাঃ) লিঃ সংলগ্ন “জাবেদ মেডিকেল হল” ও রাফেজা মেডিসিন সেন্টারকে অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় “ঔষধ আইন ১৯৪০” এর ১৮(গ) ধারার অপরাধে ২৭ ধারায় দুই ঔষুধ প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা (“জাবেদ মেডিকেল হলকে” ৭হাজার টাকা ও “রাফেজা মেডিসিন সেন্টারকে” ১৫হাজার) জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে সজ্জনকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, মো. বাদল শিকদার সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর ফরিদপুর, ডা. নুজহাত মৌ মেডিকেল অফিসার এবং সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস রাজবাড়ীসহ আইন-শৃঙ্খলা রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg