জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের অদুরে কার্গো ঘাটা এলাকার পদ্মা নদীতে ১৭কেজি ১’শ গ্রাম ওজনের দুইটি আইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার ভোররাতে নিমাই হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া বাইপাস সড়ক এর পাশে অবস্থিত আনোয়ার খানের মৎস আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান ও নুর ইসলাম মাছ দুটি উন্মুক্ত নিলামে ১৫শ টাকা কেজি দরে ২৫ হাজার ৬শ ৫০টাকায় মাছ কিনে নিয়ে বেশী লাভের আশায় মুঠোফোনে দেশের বিভিন্ন এলাকায় ক্রেতাদের সাথে যোগাযোগ করছেন। এসময় মাছ দুটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।
দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, অনেকদিন পর মাছ দুটি পেয়েছি এ জন্য খুব ভাল লাগছে। তাছাড়া বর্তমানে পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যাবে।