শিরোনাম
জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা রাজবাড়ীতে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

সেবা পৌঁছে দিতে গোয়ালন্দের দুর্গম চরবাসীর মাঝে একদল চিকিৎসা কর্মী

জহুরুল ইসলাম হালিম / ৩৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম চর কুশাহাটায় চিকিৎসা সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীদের একটি দল।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে বুহস্পতিবার দিনব্যাপী সুবিধা বঞ্চিত এ সকল জনসাধারনকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমের মধ্যে ছিলো- ০ থেকে ১৫ মাস বয়সী সকল শিশুকে ইপিআই টিকা প্রদান। এর পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারি মো. মোশারফ হোসেন।

অন্যান্য রোগীদের বিভিন্ন চিকিৎসা পরামর্শ প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।

এ সময় প্যাথলজি সেবার পাশাপাশি গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় আরও অংশ নেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ,মো. সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন,কাউন্সিলর জিন্নাত রেহেনা, প্যারামেডিক শিহাব মাহমুদ, হারুন অর রশীদ, ফয়জুন নাহার বৃষ্টি, পিয়ার এডুকেটর বেলী বেগম, রুবি, রুমা আক্তার পায়েল, রেহেনা আক্তার প্রমুখ।

স্বাস্থ্য সহকারি মোশারফ হোসেন জানান, আমরা প্রতি মাসের ১৮ হতে ২০ তারিখের মাঝামাঝি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসিফ মাহমুদের দিক নির্দেশনায় কুশাহাটায় ইপিআই টিকা কার্যক্রম পরিচালনা করি।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক সাজ্জাদ হোসেন বলেন, কুশাহাটা চরটি খুবই দূর্গম। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৪ কি. মি. দুরত্ত্বের পদ্মা নদী পাড়ি দেয়ার পর আরো অন্তত ৫ কি. মি. পায়ে হেটে সেখানে পৌঁছাতে হয়। ওই চরে ১২০/১২৫ টি পরিবারের বসবাস। আমরা সেখানে যে কোন দূর্যোগময় পরিস্থিতিতে বিভিন্ন সময় স্যাটেলাইট ক্যাম্পের মাধ্যমে মেডিকেল অফিসারের উপস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদান করেছি। এখন থেকে প্রতিমাসেই আমরা সেখানে চিকিৎসা ক্যাম্প রাখার চেষ্টা করব। আমাদের উপস্থিতিতে চরবাসীরা খুবই খুশি হয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg