স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টেলিগ্রাফ :
রাজবাড়ীর গোয়ালন্দে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহন করলেন দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গণেশ পাল ও দৈনিক প্রথম আলো’র গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান।
প্রবীণ এই দুই সাংবাদিক টিকা নেয়ার প্রতিক্রিয়ায় বলেন, কোভিড-১৯ টিকা এখন খুব সহজেই নিবন্ধন করে নিতে পারছি। এমনও অনেক দেশ আছে পৃথিবীতে যারা টিকা নামক এই কোভিড-১৯ ভ্যাকসিন কি, তা এখনো চোঁখেই দেখেনি।
আমাদের প্রধান মন্ত্রীর চৌকস নেতৃত্বের কারনে আামরা এত দ্রুত ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেলাম। তাই সবাইকে কোভিড-১৯ টিকার বিষয়ে কোন দ্বিধা -দ্বন্দ না রেখে সবাইকে টিকা নিতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী টেলিগ্রাফের সহ সম্পাদক জহুরুল ইসলাম হালিম, দৈনিক তৃতীয় মাত্রার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্তব্যরত নার্সসহ অন্যান্যরা।
গণেশ পাল ও রাশেদুল হক রায়হান আরো বলেন, টিকা নিয়ে অনেকেই অনেক রকম গুজব ছড়াচ্ছেন। আমি ব্যক্তিগত ভাবে এইসব গুজবে কান না দিয়ে আবারও সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।