গোয়ালন্দে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :

রাজবাড়ীর গোয়ালন্দে আধাকেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

১৭ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টার দিকে দৌলতদিয়া বাজার মন্দিরের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত হল, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাদল মোল্লার ছেলে সুলতান ওরফে বাদশা মোল্লা (৩০)।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া বাজারস্থ মন্দিরের সামনে রাস্তার উপর থেকে জটলা ও আংশিক গুড়া গাঁজা সরবরাহ করার সময় তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃতের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg