জহুরুল ইসলাম হালিম :
“সত্যের সাথে সন্ধি” স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল “ঢাকা পোস্ট” ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে “ঢাকা পোস্টে” অনলাইন পোর্টালের উদ্ধোধন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইমদাদুল হক বিশ্বাস।
রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য এম দেলোয়ার হোসেনের সভাপিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ এটিএম রফিক উদ্দীন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বহুল প্রচলিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মুহাম্মদ হেলাল মাহমুদ, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস সহ প্রমুখ।
বার্তা ২৪ডট কমের ষ্টাপ রিপোর্টার মো. সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমদাদুল হক বিশ্বাস। তিনি বলেন পত্রিকা পড়া একটি নেশা। বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল ভালো করছে। ঢাকা পোস্ট ভালো করার প্রত্যয়ে যাত্রা শুরু করছে মনে হচ্ছে। তবে সাংবাদিকদের আরো বস্তুনিষ্ঠতার দিকে মনোযোগ দিতে হবে। রাজনৈতিক , দূর্নীতি সহ সমাজের বৈষম্য তুলে ধরতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শহরের প্রধান সড়কে একটি র্যালি বের করা হয়।