রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের বাড়ির পাশের সড়ক দিয়ে বাইসাইকেল চালাতে গিয়ে ট্রাকচাপায় নাজমুল (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত নাজমুল বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের মণ্ডলের ছেলে।
আজ (২৭ জুলাই) সোমবার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, সোমবার সকাল ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে নিজের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল নাজমুল। এ সময় সোনাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
আটককৃত ট্রাক চালকের নাম আতিয়ার মিয়া মুশা (৩০)। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালতলা গ্রামের কবির মিয়ার ছেলে।
পরে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিঠুন গোস্বামী, বালিয়াকান্দি।