রাজবাড়ী পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আ.লীগ স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতু

জহুরুল ইসলাম হালিম / ৫৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

সুজন বিষ্ণু:
চতুর্থ ধাপে আজ ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর শেখ তিতু (নারিকেল গাছ প্রতীক) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে রাজবাড়ী সদর সহকারী রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীন ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী সদরে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৫হাজার ৯’শ ২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী নৌকাপ্রতীকে পেয়েছেন ৭হাজার ৩’শ ৪৮ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২হাজার ৬’শ ৮৩ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কে.এ রাজ্জাক মেরীন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯’শ ৫১ভোট।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg