শিরোনাম
ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড উচ্ছেদের আধা ঘন্টা পরই ফের হকারদের দখলে ফুটপাত গোয়ালন্দে মাটিবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে আগুন দুই নারীর বিরুদ্ধে সমকামীতার অভিযোগ, থানায় হস্তান্তর রাজবাড়ীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি! মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিনটির কার্যক্রম বন্ধ গোয়ালন্দে গাঁজাসহ ‘সাদ্দাম’ গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে চলন্ত বাসে ডাকাতির প্রস্ততিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ জন গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম / ৫৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে চলন্ত বাসে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৮ এর ফরিদপুর ক্যাম্প।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রবিউল ইসলাম।
আটককৃতরা হলো- মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামের মৃত মুন্নাফের ছেলে মো. আব্দুল জলিল(৪০), হরিরামপুরের কালই গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে মোঃ লিটন(২০), কুকুরহাটি গ্রামের শেখ গফুরের ছেলে মো. শেখ জুয়েল (২০), গাইবান্ধার পলাশবাড়ির মো. মিলন মিয়া (২০), মো. পাপুল ইসলাম (২০), রংপুর পীরগঞ্জের মো. শহিদুল ইসলাম (২০) ও উজ্জল চন্দ্র মহন্ত (২৪)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়ালন্দ ঘাট থানার পদ্মার মোড় নামক ঢাকা মহাসড়কের উপর ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্য রাতে চলন্ত একে ট্রাভেলস পরিবহন বাসে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত স্কুল ব্যাগ ১ টি, চাপাতি ২ টি, চাকু ৪ টি, মোবাইল ৬টি এবং ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ডাকাত দলের সদস্য থাকে ৭-৮ জন। এদের মধ্যে অন্তর্ভূক্ত থাকে একজন প্রশিক্ষিত গাড়ী চালক সে প্রথমে ড্রাইভারকে অস্ত্রের মুখে রেখে গাড়ী নিজ নিয়ন্ত্রনে নেয়। তারপর অস্ত্রের মুখে গাড়ীর যাত্রীদের নিকট হতে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। আসামীদের জবানবন্দী থেকে আরো জানা যায় যে, তারা গত দেড় মাসে দেশের বিভিন্ন স্থানে ৫ টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে এবং উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg