জহুরুল ইসলাম হালিম : আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় উপজেলা পর্যায়ে নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেক) শেখ শরিফ-উজ-জামান, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল্ তায়াবীর, উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, গোয়ালন্দে এমন নির্বাচন উপহার দিবো জনগণ তা আগে কখনো দেখেনি। জনগণ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনিই নির্বাচিত হবেন।
শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন সে বিষয়ে প্রস্তুত রয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন জনগণ কে উপহার দিবো। আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করব ইনশাআল্লাহ।
আসন্ন পৌর নির্বাচনের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।