শিরোনাম

রাজবাড়ীতে কোভিড-১৯ টিকা সর্বপ্রথম নিলেন জেলা পরিষদের চেয়ারম্যান

জহুরুল ইসলাম হালিম / ৪৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে কোভিড-১৯ উদ্বোধন অনুষ্ঠানে প্রথম টিকা নেন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ও সংশ্লিষ্ট সকলে।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার বলেন, টিকা নিয়ে অনেকেই অনেক রকম গুজব ছড়াচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে এইসব গুজব এ কান না দিয়ে সবাইকে টিকা নিতে উৎসাহ জানাই ও নিজেই সিদ্ধান্ত নেই যে আমিই নেব প্রথম টিকা, এটার বাস্তবায়ন করতেই আমার আজ টিকা নেওয়া ও কোভিড-১৯ এর হাত হইতে রক্ষা পাওয়া চেষ্টা। সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই দ্রুত রেজিষ্ট্রেশন করে সময় মত কোভিড-১৯ টিকা নিন ও দেশকে কোভিড-১৯ মুক্ত রাখতে দেশ ও দেশের মানুষকে সহায়তা করুন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg