স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :
“শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বাংলা ইশারা ভাষা দিবস ২০২১” উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, রাজবাড়ী কর্তৃক আজ ০৭ ফেব্রুয়ারি ২০২১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দিলীপ কুমার কর অধ্যক্ষ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রুবাইয়াত মোঃ ফেরদৌস উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর রাজবাড়ী। সভায় সভাপতিত্ব করেন সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক), রাজবাড়ী। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।