জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার দুপুরে নিজে প্রথম টিকা নিয়ে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ।
টিকা নেয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, সবাইকে উদ্ভুদ্ধ করতে নিজেই প্রথম টিকা নিয়ে কোভিড-১৯ এর টিকাদানের উদ্বোধন করলাম। আশা করি স্হানীয়দের মধ্যে এ বিষয়ে কোন দ্বিধা -দ্বন্দ থাকবেনা।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ল্যাব) আমিনুল ইসলাম রনি, নার্সসহ অন্যান্যরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ আরো বলেন, টিকা নিয়ে অনেকেই অনেক রকম গুজব ছড়াচ্ছেন। আমি ব্যক্তিগত ভাবে এইসব গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি। প্রথমদিন ২০ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ, ৯ জন মহিলা।পর্যায়ক্রমে টিকাদানের পরিমান বাড়ানো হবে।