গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় কেন্দ্রীয় নেতা টিপু – সোহাগ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

 

আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ নজরুল ইসলাম মন্ডলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের পক্ষ থেকে তিনি আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুর হতে গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন।এসময় তিনি গোয়ালন্দ বাজারের বিভিন্ন স্থানে জনসংযোগ চালান।
নির্বাচনী প্রচারণায় সাইফুর রহমান সোহাগ- এর সাথে আরো ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এহতেশাম,রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ সহ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নাই। বিভেদ ভুলে গিয়ে ছাত্রলীগ,যুবলীগের সকল নেতাকর্মী দেরকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন এই কেন্দ্রীয় নেতা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg