জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনিছ মোল্লা (৪০) নামের এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর দেড়টায় দৌলতদিয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যাওয়া নকসি কাঁথা লোকাল ট্রেনে গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় থেকে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিহত আনিছ মোল্লা পৌরসভার ৯নং ওয়ার্ড আলম চৌধুরী পাড়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় এনজিওতে নৈশপ্রহরীর চাকরীর পাশাপাশি গোয়ালন্দ বাজারে ফলের ব্যবসা করতেন। তবে সে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে এলোমেলো ঘোরাফেরা করতেন। তার ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বিনা ময়না তদন্তে লাশটি দাফনের জন্য রেলওয়ে পুলিশের কাছে আবেদন করেছেন। তার স্ত্রী ও ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গোয়ালন্দ ঘাট রেলওয়ে ইনচার্জ সুনিল চন্দ্র সুত্রধর বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, নকসি কাঁথা লোকাল ট্রেনটি গোয়ালন্দ বাজার থেকে ছেড়ে যাবার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তার ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বিনা ময়না তদন্তে লাশটি দাফনের জন্য আবেদন করেছেন।