দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোয়া ৬ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৪ টা থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এতে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে পড়ে ছোট বড় যানবাহনসহ পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি জানান,ঘন কুয়াশার কারণে সোমবার ভোররাত ৪ টা থেকে ছোট বড় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমতে শুরু পুনরায় একইদিন সকাল ১০ টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg