আলামিন হোসেন পাংশা:
রাজবাড়ী পাংশা পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে আজ বিকেল ৩ টায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও রাজবাড়ী সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন
সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার বলেন, নির্বাচন সুষ্ঠু রাখতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ প্রদান করেন।