স্টাফ রিপোর্টার রাজবাড়ী টেলিগ্রাফ : রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ২৬ জানুয়ারি মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০” উপলক্ষে জেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখ রাজবাড়ী, নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল হুদাসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।