জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ২৫ জানুয়ারি সোমবার সকালে সোহাগ (২৬) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে পাবনা জেলার সুজানগর থানার রাইশিমুল এলাকার মান্নান শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক মামলাসহ ১১টি মামলা রয়েছে। সোহাগকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।