রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ৫শ জন অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে সদর উপজেলার চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন অাওয়ামী লীগের অায়োজনে রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালীর সহযোগীতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে চন্দনী ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
চন্দনী ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অাব্দুর রবের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাব, বন ও পরিবেশ সম্পাদক এসএম নওয়াব অালী, জেলা যুবলীগের যুগ্ম অাহ্বায়ক অাবুল হোসেন শিকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ানম্যান অাসাদুজ্জামান চৌধুরী, চন্দনী ইউপি অাওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অালাউদ্দিন শেখ, সোলাইমান মিয়া সূর্য্য, সেলিম রেজা, সদস্য অাকরাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমূখ।
অতিথের তুলনায় চন্দনী ইউনিয়ন অাওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। অাগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অাওয়ামী লীগের দলীয় মনোনয়ন যে পাবে, তার পক্ষেই নেতাকর্মীরা কাজ করবে এবং তাকেই বিজয়ী করবে বলে অাশাবাদ ব্যাক্ত করেন বক্তরা।
এমপি কাজী কেরামত অালী বলেন, অাওয়ামী লীগ মানে উন্নয়ন। বিএনপির উন্নয়ন ছিলো কথার মাধ্যমে, অার অাওয়ামী লীগের উন্নয়ন কাজের মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে অাওয়ামী লীগ। তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অাগামী ইউপি নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কে নৌকা পেলো সে চিন্তা করা যাবে না। এছাড়া রাস্তার কাজ যেন দ্রুত ঠিকাদার করে সে জন্য রাজবাড়ীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেবেন।