জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ৫ যুবককে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। ২৪ জানুয়ারি রোববার দুপুরে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজহার সূত্রে জানা যায়, রোববার ভোররাত সারে ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টহল পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ধারালো ১ টি রাম দা,৩ টি ছুরি,১ টি হাতুড়ি ও এগুলো বহনকারী একটি চটের বস্তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলেন আমজাদ মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২০),আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২০),মনির ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮),দুখি মিয়ার ছেলে আকাশ আহম্মেদ মন্ডল (২১) এবং খলিল সরদারের ছেলে ইমন সরদার (২০)। এরা প্রত্যেকেই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মহাসড়কে গাছের গুড়ি ফেলে এরা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানকালে অপর ৯/১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর ধৃত আসামীদের রোববার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।