স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ছয় মাস আগে সংঘটিত হওয়া হত্যার রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত এক আসামীকে গ্রেপ্তার করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এরই পুরষ্কার হিসেবে হত্যা মামলার রহস্য উদঘাটনকারী টিমকে পুরুষ্কার প্রদান করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান
উল্যেখ্যঃগত ১৭ই জুলাই ২০২০ ইং তারিখে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন পৌরসভা ৫ নং ওয়ার্ডস্থ মুনজু সাহেবের ইটের ভাটার পশ্চিম পাশে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব পাশে শহিদ শেখ (২৩) নামের রিক্সা চালকের একটি লাশ পাওয়া যায়।
উক্ত বিষয়ে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৭/২০২০খ্রিঃ ধারা-৩০২/৩৭৯/৩৪ দণ্ডবিধি রুজু করা হয়।
পরবর্তীতে মামলার রহস্য উদঘাটনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নির্দেশক্রমে, অফিসার ইনচার্জ গোয়ালন্দঘাট থানা, তদন্তকারী কর্মকর্তা ও তার টিম গুরত্বপূর্ণ্য ভূমিকা পালন করে মামলার রহস্য উদঘাটনসহ পলাতক ১ জন আসামী গ্রেফতার করে।এই ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্-আল- তায়াবীর-কে পুরস্কার প্রদান করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন , শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ি, ডি আই ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্-আল তায়াবীরসহ প্রমুখ।