রাজবাড়ী প্রতিনিধিঃ
গত ১৮ জানুয়ারি সোমবার দিবাগত রাতে রজবাড়ী জেলার কৃতিসন্তান, বিশিষ্ট উন্নয়নকর্মী; গবেষক ও কবি মোহাম্মদ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় তিন রাতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য আব্দুল মান্নান ১৯৭৭ সালের ১৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ীতে জন্মগ্রহণ করেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা শুরু করেন। এরপর ১৯৯২ সালে লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে স্টারমার্ক সহ এসএসসি; ১৯৯৪ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে স্টারমার্কসহ এইচএসসি পাশ করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন দেশী বিদেশী উন্নয়ন প্রতিষ্ঠানে সাথে জড়িত হওয়ার সুযোগ পেয়েছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি সুদুর আটলান্টাস্থ বিশ্ব রোগ নিয়ন্ত্রনকেন্দ্র সিডিসি; স্পেনের বার্সেলোনা; কেনিয়ার নাইভাসায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কিন্তু নিজের দেশ; সমাজ; সমাজের বাস্তবতা বুঝতেই তিনি একদিকে গবেষনা অপর দিকে দুংখী দরিদ্র মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করছেন।
তাঁর লেখা কবিতা, ছড়া, গীতিকাব্য, প্রবন্ধের কেন্দ্র বিন্দুতে থাকে দুঃখী মানুষের জীবনগাঁথা। কবির প্রায় একশত-এর বেশি প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত। কাব্যগ্রন্থের মধ্যে -ছড়িয়ে দিলেম ছড়া; হৃদয়ে মানবজমিন; গণবানী; সবুজ অরন্যে; আঁধারে আলোর রেখা; আঁধারে আলোর জ্যোতি সহ প্রায় পনেরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
নারুয়ার এই কৃর্তিসন্তানের মৃত্যুতে নারুয়ার মানুষ নয় পুরো বালিয়াকান্দি তথা রাজবাড়ীর মানুষ শোকাহত।