স্টাফ রিপোর্টারঃ ২১জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু
হয়েছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় কুয়াশার ঘনত্ব কমে এলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত আড়াইটায় নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পাড়ের অপেক্ষায় সিরিয়ালে আটকা
পড়ে এ্যাম্বুলেন্স, যাত্রীবাহি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ শতশত যানবাহন। এতে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের মহিলা শিশু সহ চালক ও যাত্রীরা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, ঘন কুয়াশার কারণে নৌদূর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত আড়াইটায় ফেরি চলাচল বন্ধ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এ নৌরুটে যানবাহনের দীর্ঘ
সিরিয়াল সৃষ্টি হয়েছে। তবে এ নৌরুটে ছোট বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সিরিয়ালে থাকা যানবাহন দ্রুতই কমে যাবে বলে
তিনি জানান।