ফিরোজ আহমেদ (গোয়ালন্দ)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা করেছে।
সোমবার (১৮ জানুয়ারী) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযানে এ সকল মাছ জব্দ করা হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও জনসম্মুখে চিংড়ি পুড়িয়ে ধ্বংস করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফসহ জেলা মৎস্য অফিসের কর্মচারী ও আনসার সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, আমরা এই ধরনের অভিযান পরিচালনা করে অসাধু মাছ ব্যাবসায়ীদের আইনের আওতায় আনবো এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি যানান।