ফিরোজ আহম্মেদ (গোয়ালন্দ) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে গোপাল হালদারের জালে ২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ভোররাতে গোপাল হালদারের জালে বাঘাড় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়ক এর পাশে মৎস্য আড়তে মাছ ব্যাবসায়ী মোহাম্মদ আলীর নিকট ২২ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেন।
২০ কেজি ওজনের বিশাল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমান।
জেলে গোপাল হালদার বলেন, রবিবার মধ্যরাতে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলি সোমবার ভোররাতে জাল তুলতেই দেখি বড় ১ টি বাঘাড় মাছ।পরে মাছটি বিক্রির জন্য আড়তে নেয়া হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে মাছ ব্যাবসায়ী মোহাম্মদ আলী মাছটি কিনে নেই।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১১ শত টা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কেনা হয়। অনেকের কাছেই মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে মাছটি বিক্রির ব্যাপারে। সামান্য কিছু টাকা লাভেই মাছটি বিক্রি করে দিব।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বাগাড়, বোয়াল,কাতল সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।