জহুরুল ইসলাম হালিম// ঘন কুয়াশায় দেশের দক্ষিন পশ্চিমাঞ্চালের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা দীর্ঘ সাড়ে ১০ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। টানা দীর্ঘ সাড়ে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা ছিল পণ্য ও যাত্রীবাহী শত-শত যানবাহন।
বিআইডব্লিটিসির ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রবিবার দিবাগত রাত থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এ পরিস্থিতিতে রাত সাড়ে ১১টার দিকে বিআইডব্লিটিসি কতৃপক্ষ যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে। সকাল ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল টানা দীর্ঘ সাড়ে ১০ ঘন্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রী ও পরিবহন চালকরা। এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে বলে জানান তিনি।