শিরোনাম
আজ বিশ্ব শিশু অধিকার দিবস জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

গোয়ালন্দ পৌর নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মোঃ নিজাম, নজরুল ইসলাম, সাংবাদিক হেলাল মাহমুদ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ২ জন স্বতন্ত্র ( বিদ্রোহী) মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারী) বিকেল ৫টা পর্যন্ত নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির হেলাল মাহমুদ এবং আওয়ামী লীগের ২ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম-এর বাইরে অন্য কোনো প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েনি।দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এবং দুইজন (আওয়ামী লীগ ও জাতীয় পার্টি) স্ব-স্ব দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিএনপির কোন দলীয় প্রার্থী হিসাবে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।

বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১.৪৫ মিনিটের সময় আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহমেদ-এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।

একই দিন বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.নিজাম উদ্দীন আহমেদ-এর কাছে সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মনোনয়ন পত্র জমা দেন শেখ মোঃ নজরুল ইসলাম। তার কিছুক্ষণ পরেই বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম-এর পক্ষে তার প্রস্তাবকারী সায়েম খান মনোনয়ন পত্র জমা দেন।
পরবর্তীতে দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় পার্টির হেলাল মাহমুদ মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পত্র দাখিলের পর নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন।
অপরদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হেলাল মাহমুদ এবং আওয়ামী লীগের ২ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে রবিবার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত সর্বমোট মেয়র পদে চার(৪) জন, কাউন্সিলর পদে বত্রিশ (৩২) জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এগারো (১১) জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ ১৭ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন, আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg