গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

0Shares

আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলে-এর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ঃ৩০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যৌথ সভার সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালুসহ গোয়ালন্দ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ,উপজেলা যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, একমাত্র বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকাই পারে দেশের উন্নয়ন ঘটাতে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে সবাইকে কাজ করে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।

নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল পৌরসভা উন্নয়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg