রাজবাড়ী জেলার পাংশা থানার উপজেলা শিল্পকলা একাডেমিতে ১৪,১৫,১৬ জানুয়ারি তিন দিন ধরে মুজিববর্ষ উপলক্ষে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক। আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী শিল্পকলা একাডেমীর, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করা হয়।