রাজবাড়ী জেলার পাংশা থানার শাহামীরপুর গ্রামের যুব সংঘের উদ্যোগে ১৪তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন ডোবরার পীর সাহেব মরহুম আবু নাছের ফখরুদ্দিন আহমদ (রহঃ)এর সুযোগ্য মেঝো সাহেবজাদা হরযত মাওলানা শাহ ওবায়েদ বিন নাসের সাহেব। প্রধান বক্তা- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন,অনলবর্ষী তরুণ বক্তা,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মুফতি আলহাজ্ব হযরত মাওলানা ড. খাজা বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী। বিশেষ বক্তা-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আশরাফুল ইসলাম সাহেব।
এছাড়াও স্থানীয়ওলামায়ে কেরামগণ মূল্যবানওয়াজ নছিয়াত করছেন। উক্ত ওয়াজ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ আল-আমিন সাহেব। এতে ধর্মপ্রাণ শত শত মুসলিম সম্প্রদায় লোকজন অংশগ্রহণ করেন।