আলামিন হোসেন।।( পাংশা)
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারী পাড়া গ্রামের বড় মসজিদের সামনে একদল মাদক গ্রহণকারী হাতে মোঃ রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে মোঃ সাজেদুর রহমান সিফাত প্রামানিককে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মোঃ সাজেদুল রহমান সিফাতকে হাতুড়ি পিটানোর পর মারাত্মকভাবে রক্তাক্ত জখম অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে গেলে সিফাত ১৩ জানুয়ারি বুধবার মৃত্যুবরণ করে।
অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শহীদ মন্ডলের পুত্র স্বপন মণ্ডলের সাথে মাদক কারবারীদের সাথে পূর্ব শত্রুতা ছিল। চরঝিকড়ী থেকে ব্যাডমিন্টন খেলা শেষ করে ফেরার সময় স্বপন মন্ডল ও নিহত সিফাত মোটর সাইকেল যোগে ফিরে আসছিল। এমন সময় স্বপনকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেলের গতিরোধ করলে স্বপন দ্রুত পালিয়ে যায়। এ সময় সিফাত কে একা পেয়ে বেধড়ক ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে সিফাতের ডান চোখের মারাত্মক আঘাত পায়। হামলার পর সিফাত মারা গেছে ধারণা করে উল্লেখিত সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে ফরিদপুর ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য ছাড়পত্র প্রদান করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে গেলে পথেই সিফাত এর মৃত্যু হয়।