ফিরোজ আহমেদ (গোয়ালন্দ)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে যৌনপল্লীর ২শ দুঃস্হ ও অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
বুধবার(১৩ জানুয়ারি) দুপুরে যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির মাঠে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। গিভ বাংলাদেশ ফাউন্ডেশন এবং মেরী কুরি স্কুলের অর্থায়নে ও মুক্তি মহিলা সমিতির ব্যবস্হাপনায় এ কম্বলগুলো বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ সাইফুল্লাহ মিঠু, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গণস্বাস্হ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলী সহ প্রমুখ।