জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বাংলা ভাষার মাস সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারী)বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব সংলগ্ন গোয়ালন্দ কেন্দ্রিয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,উপজেলা প্রকৌশলী বজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা আ’লীগের সদস্য নির্মল চক্রবর্তী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ,গোয়ালন্দ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক লিটন সহ , শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীবৃন্দ।