জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২০পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একজন পালিয়ে যায়। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মো. জাকির হোসেন উত্তর দৌলতদিয়া ছোরাপ মন্ডল পাড়ার মৃত ইউনুছ খাঁর ছেলে। পলাতক আসামী মো. আলম (৪৫) উত্তর দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানায়, গত সোমবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গেট সংলগ্ন কুষ্টিয়া-চুয়াডাঙ্গা বোডিং এর সামনে থেকে ২০পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় একজন পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত জাকিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।