টেলিগ্রাফ ডেস্কঃ রোববার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটি পাড়া সরকারী বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ শীতার্ত তিন’শ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
এসময় রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আহসান উল্লাহ মিয়ার সভাপতিত্বে ও আল মামুন আরজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে থেকে কম্বল বিতরন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলালীগের নেত্রী ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল হোসেন, জেলা যুব লীগের আহবায়ক আবুল হোসেন শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কম্বল বিতরন অনুষ্ঠানে ইউনিয়নের তিন’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ১২’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।