শিরোনাম
ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড উচ্ছেদের আধা ঘন্টা পরই ফের হকারদের দখলে ফুটপাত গোয়ালন্দে মাটিবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে আগুন দুই নারীর বিরুদ্ধে সমকামীতার অভিযোগ, থানায় হস্তান্তর রাজবাড়ীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি! মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিনটির কার্যক্রম বন্ধ গোয়ালন্দে গাঁজাসহ ‘সাদ্দাম’ গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সির দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সি।১১ জানুয়ারি (সোমবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে মাসিক সমন্বয় সভায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ( ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,

উজানচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সহ উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ, গোয়ালন্দ উপজেলা আাওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্পব ঘোষ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এরপর মোস্তফা মুন্সি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার বুঝে নেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর কাছ থেকে।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

চেয়ারম্যানের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ হবে এ উপজেলার আপামর জনতার আশ্রয়স্থল। এখন থেকে সর্ব সাধারণের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg