জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন সুযোগ -সুবিধা নিশ্চিতকরন ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধীরা।
উপজেলার থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ জানুয়ারি রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা খুলনা – মহাসড়কের এক পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানব বন্ধনে ৩ শতাধিক প্রতিবন্ধী অংশ নেন।
মানববন্ধন থেকে সম্প্রতি ইউএনও’র সামনে প্রতিবন্ধীদের কটুক্তি করে কথা বলায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলামের প্রতি নিন্দা জানান এবং তার শাস্তির দাবি জানান।
এসময় অনেকের হাতে ফেস্টুনে লেখা শোভা পায়, ‘‘প্রতিবন্ধীদের নিয়ে কটুক্তি করায় হাফিজুল চেয়ারম্যানের বিচার বিচার চাই’’।
বক্তারা বলেন উপজেলায় সরকারি ঘর বরাদ্দ, ভিজিডির কার্ড বিতরনসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে। অথচ অনেক সামর্থ্যবানরা এ ধরনের সুবিধা পাচ্ছেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ঢাকা প্রতিবন্ধী ক্লাবের সভাপতি মো.আবুল মাষ্টার খোকন, থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. শহীদ শেখ, সাধারন সম্পাদক মো. উজ্জল মিয়া, সাগঠনিক সম্পাদক সাজ্জাত শিকদার, মো. আশরাফ শেখ, মো. মুক্তার হোসেন, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।